রুদ্ধশ্বাস ওই ম্যাচে একেবারে শেষ বলে মাথা ঠাণ্ডা রেখে জয় ছিনিয়ে নেয় আফগানরা। তাদের দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ের জন্য একেবারে কানঘেঁষে হারতে হল বাংলাদেশকে।
জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা সময় বাংলাদেশ ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে মুশফিকর রহমান (৩৭ বলে ৪৬) এবং মাহমুদুল্লা (৩৮ বলে ৪৫)-র পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত তীরে এসেও ডুবে যায় তরী।
ম্যাচ জিতে আফগান ক্রিকেটাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাঁরা নাগিন ড্যান্স শুরু করেন। জয়ের পর এই নাগিন ড্যান্স-এ এই উচ্ছ্বাস প্রকাশের ধারা যোগ করেছিলেন বাংলাদেশি ক্রিকেটাররাই।