দেখুন: বাদ পড়ার পর সন্তানদের সঙ্গে খেলায় মাতলেন শিখর ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2018 05:03 PM (IST)
নয়াদিল্লি: ইংল্যান্ড সফরে রানের খরা কাটিয়ে এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করেছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। আর এই অবসরে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার ‘গব্বর’। সন্তানদের সঙ্গে নিয়ে মজায় মাতছেন তিনি। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে। ভিডিও ধবনকে সন্তানদের সঙ্গে তিন চাকার গাড়ি চালাতে দেখা গিয়েছে।এরইমধ্যে গাড়ি থেকে পড়েও যান তিনি। তবে সঙ্গে সঙ্গে উঠে ফের খেলা শুরু করেন তিনি। ক্রিকেট না থাকলে ধবন পরিবারের সঙ্গে সময় কাটান। তিনি এই সময়ের সুন্দর সুন্দর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।