চোট পাওয়ার সময় কেরি চার রানে ব্যাট করছিলেন। শেষপর্যন্ত তিনি ৪৬ রান করে আউট হন। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থায় স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন কেরি। দেখুন, জোফ্রা আর্চারের বলে থুতনি কেটে গেল অ্যালেক্স কেরির, সেই অবস্থাতেই চালিয়ে গেলেন ব্যাটিং
Web Desk, ABP Ananda | 11 Jul 2019 06:21 PM (IST)
চোট পাওয়ার সময় কেরি চার রানে ব্যাট করছিলেন। শেষপর্যন্ত তিনি ৪৬ রান করে আউট হন।
বার্মিংহাম: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিং করার সময় জোফ্রা আর্চারের বলে থুতনিতে চোট পেলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেরি। ম্যাচের অষ্টম ওভারের শেষ বল আছড়ে পড়ে কেরির হেলমেটে। বলের গতি এত বেশি ছিল যে হেলমেট খুলে পড়ে। কেরির থুতনি কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। ছুটে যান অস্ট্রেলিয়া দলের ফিজিও। তবে মাঠ ছাড়েননি কেরি। ব্যান্ডেজ করে তিনি ব্যাটিং চালিয়ে যান।