নয়াদিল্লি: এর আগে অনেকবার, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়েছেন তিনি। তিনি বিশ্বের অন্যতম সেরা ফিনিসার-মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল বুধবার সারা ভারতের চোখ ছিল ধোনির দিকেই। ভরসা দিচ্ছিল রবীন্দ্র জাডেজার সঙ্গে তাঁর ব্যাটিং। ভারতীয় দলের সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন। ভাবছিলেন, ধোনি আরও একবার দলকে জিতেয়ে মাঠ ছাড়বেন। কিন্তু ক্রিকেট কখনও কখনও চূড়ান্ত নিষ্ঠুর হয়ে উঠতে পারে।
আসলে দিনটা মাহির ছিল না। বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।সমগ্র টুর্নামেন্টেই ব্যাট হাতে স্বমহিমায় দেখা যায়নি ৩৮ বছরের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। মন্থর ইনিংসের জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।
কিন্তু সেমিফাইনালে হারে বুক ভেঙে গেলেও সমর্থকরা দলের ধোনির দিকে আঙুল তোলার পথে হাঁটছেন না। দুঃখ পেয়েছেন, কিন্তু ক্ষুব্ধ নন তাঁরা। হার-জিত রয়েছে, এই খেলোয়াড়োচিত মানসিকতা নিয়ে আগামী দিনের জন্য দলকে নিয়ে বুক বাঁধছেন সমর্থকরা। সেইসঙ্গে বর্ণময় দীর্ঘ কেরিয়ারে ধোনির অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ধন্যবাদ জানানোর বার্তাই আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড হয়ে উঠেছিল।
এদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখলে মনে হবে, রান আউট হয়ে ফেরার পথে ধোনি চোখের জল সামলাতে পারছেন না। যদিও ধোনির চোখে জল ছিল কিনা, তা ওই ভিডিওতে স্পষ্ট নয়। কিন্তু অনুরাগীরা মনে করছেন, ধোনি কাঁদছিলেন।


আসলে ধোনিকে তাঁর আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায় না। আর সেই ধোনির ওই ভিডিও দেখে ভারতীয় দলের সমর্থকদের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মর্মস্পর্শী বার্তা পোস্ট করে ২০১১-র বিশ্বকাপজয়ী অধিনায়ককে সান্ত্বনা জানিয়েছেন।