২০১৬-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়াটসন। গত বছর অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ থেকেও বিদায় নিয়েছিলেন। বাকি ছিল আইপিএল।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে আবেগমথিত এক ভিডিও পোস্ট করে ওয়াটসন বলেছেন, একেবারে ছোট থেকেই টেস্ট ম্যাচ দেখতাম। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাইতাম। সেই যাত্রা শেষ। এখন আমি আনুষ্ঠানিকভাবে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। স্বপ্ন সফল হয়েছে। এজন্য নিজেকেই খুবই সৌভাগ্যবান মনে করি। শেষ করার পর্বটা খুবই কঠিন। একটা অসাধারণ স্বপ্নময় যাত্রার জন্য আমি চিরকৃতজ্ঞ। চিত্তাকর্ষক পরবর্তী পর্বের অপেক্ষায়..।
ওয়াটসন ৫৯ টেস্ট ও ১৯০ একদিনের ম্যাচ ও ৫৬ টি ২০ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে। টি ২০ ফরম্যাটের তুখোড় খেলোয়াড় ওয়াটসন আইপিএলে ১৪৫ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ২১ হাফসেঞ্চুরি সহ ৩৮৭৪ রান করেছেন। সেইসঙ্গে ৯২ উইকেটও রয়েছে তাঁর দখলে।
এবারের আইপিএলে সিএসকে-র হয়ে ১১ ম্যাচ খেলেছেন। দুটি হাফসেঞ্চুরি সহ তাঁর রান ২৯৯।