আইপিএল ২০২০: অভিযান শেষ চেন্নাইয়ের, অবসর ঘোষণা অলরাউন্ডার শেন ওয়াটসনের, দেখুন তাঁর বিদায়ী বক্তৃতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2020 03:19 PM (IST)
প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার প্রথমসারির অলরাউন্ডার শেন ওয়াটসনের। চলতি আইপিএলে প্লেঅফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর চেন্নাইয়ের অলরাউন্ডার অবসর ঘোষণা করবেন বলে জানা গিয়েছিল। মঙ্গলবার তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করলেন।
নয়াদিল্লি: প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার প্রথমসারির অলরাউন্ডার শেন ওয়াটসনের। চলতি আইপিএলে প্লেঅফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর চেন্নাইয়ের অলরাউন্ডার অবসর ঘোষণা করবেন বলে জানা গিয়েছিল। মঙ্গলবার তিনি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করলেন। ২০১৬-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়াটসন। গত বছর অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগ থেকেও বিদায় নিয়েছিলেন। বাকি ছিল আইপিএল। নিজের ট্যুইটার হ্যান্ডেলে আবেগমথিত এক ভিডিও পোস্ট করে ওয়াটসন বলেছেন, একেবারে ছোট থেকেই টেস্ট ম্যাচ দেখতাম। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাইতাম। সেই যাত্রা শেষ। এখন আমি আনুষ্ঠানিকভাবে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। স্বপ্ন সফল হয়েছে। এজন্য নিজেকেই খুবই সৌভাগ্যবান মনে করি। শেষ করার পর্বটা খুবই কঠিন। একটা অসাধারণ স্বপ্নময় যাত্রার জন্য আমি চিরকৃতজ্ঞ। চিত্তাকর্ষক পরবর্তী পর্বের অপেক্ষায়..। ওয়াটসন ৫৯ টেস্ট ও ১৯০ একদিনের ম্যাচ ও ৫৬ টি ২০ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে। টি ২০ ফরম্যাটের তুখোড় খেলোয়াড় ওয়াটসন আইপিএলে ১৪৫ ম্যাচে দুটি সেঞ্চুরি ও ২১ হাফসেঞ্চুরি সহ ৩৮৭৪ রান করেছেন। সেইসঙ্গে ৯২ উইকেটও রয়েছে তাঁর দখলে। এবারের আইপিএলে সিএসকে-র হয়ে ১১ ম্যাচ খেলেছেন। দুটি হাফসেঞ্চুরি সহ তাঁর রান ২৯৯।