সিডনি: বল কিকৃতির জন্য এক বছরের জন্য স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার অনুশীলনে দেখা গেল ওয়ার্নারকে। ক্রিকেট অস্ট্রেলিয়া দলের নেট সেশনের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওটি রবিবারের অনুশীলনের। ওয়ার্নারকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি দলের অনুশীলনে প্যাট কামিন্স ও জোশ হ্যাজেলউডের বোলিংয়ে ব্যাট করতে দেখা গেল। ডানহাতি এই ব্যাটসম্যানকে কিছু টিপস দিতেও দেখা গেল কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।



সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সাসপেনশন শেষ হওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে তাঁদের ফিরিয়ে আনার দাবি জানায়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া সেই দাবি খারিজ করে দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ওই তিন খেলোয়াড়ের ওপর আরোপিত শাস্তি তুলে নেওয়া সমীচিন হবে না। কয়েকদিন আগে ওয়ার্নার বল-বিকৃতির ঘটনার নিজের মতামত জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কেপটাউনে যা ঘটেছে, তা খুবই হতাশাজনক। যা ঘটেছিল, সেজন্য আমরা লজ্জিত।
ওয়ার্নার আরও বলেছিলেন, আমার ব্যাগি গ্রিন দলে ফিরে এসে আগামী বছরের বিশ্বকাপে খেলাটা তাঁর লক্ষ্য।