প্রথমে চার-পাঁচ স্টেপের ছোট রান আপ দিয়ে শুরু করেন ২৯ বছরের পেসার। এরপর মাঝেমধ্যেই তাঁরে রান-আপ বাড়াতে দেখা যায়। হ্যামস্ট্রিংয়ের চোট যে তিনি সারিয়ে উঠছেন, সেই ইঙ্গিত নেটে পাওয়া গিয়েছে।
সংবাদসংস্থাকে এক সূত্র জানিয়েছেন, ফারহার্টের নজরদারিতে ৩০-৩৫ মিনিট অনুশীলন খুবই ইচিবাচক ইঙ্গিত। নেট সেশনে তাঁর বোলিং দেখেন অধিনায়ক বিরাট কোহলিও। বল করতে তাঁর কোন অস্বস্তি হচ্ছিল না, এটা একটা ভালো সঙ্কেত।
উল্লেখ্য, ভুবনেশ্বরের চোট নিয়ে দলের পক্ষ থেকে কোনও সাম্প্রতিক তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় নভদীপ সাইনি ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে যোগ দিয়েছেন। বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাইনি ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন। নভদীপ এখানে নেট বোলার এবং ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি। এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, সাইনি ঋষভ পন্তের মতো কভার হিসেবে ইংল্যান্ডে আসেননি। তিনি নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন।
পাকিস্তান ম্যাচের পর কোহলি বলেছিলেন, ভুবির সামান্য আঘাত লেগেছে। ফুটমার্কে ও পিছলে গিয়েছিল। দুটি..হতে পারে তিনটি ম্যাচ ও খেলতে পারবে না। তবে টুর্নামেন্টের কোনও একটা পর্যায়ে ও ফিরে আসবে। ও আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।