নয়াদিল্লি: সদ্যসমাপ্ত আইপিএলের নিলামে ক্রিস গেইলকে প্রথমে কোনও দলই কেনার আগ্রহ দেখায়নি। দ্বিতীয় দিন তাঁর কপালে শিকে ছেঁড়ে। কিংস ইলেভেন পঞ্জাব তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যানকে কিনে নেয়। টুর্নামেন্টে নিজের অনুরাগীদের হতাশ করেননি গেইল। এবারের আইপিএলে চেনা ছন্দে দেখা গিয়েছে এই জামাইকানকে। এবারের আইপিএলে কিংস ইলেভেনের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন গেইল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর গতকাল হায়দরাবাদ সানরাইজার্সের ওপেনার শিখর ধবনকে নাচের কিছু তাল শেখাতে দেখা গেল গেইলকে। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিখর পাল্টা তাঁর 'জাঠ জি স্টাইল' সেলিব্রেশন অনুকরণ করে দেখাতে বললেন গেইলকে।
সদ্য সমাপ্ত আইপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি সহ ৪০.৮৮ গড়ে ৩৬৮ রান করেছেন গেইল। শিখর টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলেছেন। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়। ধবন টুর্নামেন্টে ৩৮.২৩ গড়ে চারটি হাফসেঞ্চুরি সহ ৪৯৭ রান করেছেন।
ফাইনালে হারের পর শিখব ধবন ট্যুইটারে লিখেছেন, আমরা ম্যাচ হেরে যেতে পারি, কিন্তু উদ্যম হারাইনি। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।