লডারহিল: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ভাঙার সুযোগ ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুলের সামনে। এই ম্যাচে ১২১ রান করতে পারলেই বাবরকে টপকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১,০০০ রানের রেকর্ড গড়বেন রাহুল। তিনি এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করেছেন। ফলে আজও শতরানের আশায় ক্রিকেটপ্রেমীরা।


এখনও পর্যন্ত ভারতের ৬ জন ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১,০০০ রান করেছেন। অধিনায়ক বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে দ্রুততম হিসেবে ২৭ ইনিংসে ১,০০০ রান করেন। বাবর ২৬ ইনিংসে ১,০০০ রান করে শীর্ষে। আজ ১২১ রান করতে পারলে ২৫ ইনিংসে ১,০০০ রানের নজির গড়বেন রাহুল।