দেশের হয়ে এখনও ৩৪টা একদিনের ম্যাচ খেলেছেন আম্বাতি রায়াডু। রান করেছেন ১০৫৫। ১৫ জুন জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁকে শেষ ভারতের জার্সি গায়ে দেখা যায়। আইপিএলে তিনি খেলেন মুম্বই ইন্ডিয়ানসের হয়ে। দেখুন! রাস্তায় কেমন মারামারি করছেন এই জাতীয় দলের ক্রিকেটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2017 08:13 AM (IST)
হায়দরাবাদ: ভারতীয় দলের ওয়ান ডে টিমে পরিচিত মুখ আম্বাতি রায়াডু। এবার সেই রায়াডু ফের সংবাদ শিরোনামে, তবে কারণ সম্পূর্ণ ভিন্ন। হায়দরাবাদের রাস্তায় গতকাল এক বয়স্ক ব্যক্তির দিকে রায়াডু রীতিমত তেড়ে গেলেন। ভিডিওয় দেখা যাচ্ছে, মারমুখী ক্রিকেটার গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছেন ওই ভদ্রলোকের দিকে। তারপর বেধে গেল হাতাহাতি। ভাগ্যিস, অন্য পথচারীরা ব্যাপারটা আরও ঘোরালো হওয়ার আগে আটকে দেন। তা না হলে কী যে হত!