অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের বেশিরভাগই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। একা কুম্ভ হয়ে ইনিংস সামলেছেন চেতেশ্বর পূজারা। মূলত তাঁরই দুরন্ত শতরানের ইনিংসে ভর করে ভারতের রান ২৫০ তে পৌঁছেছে। দিনের শেষে ভারতের রান ৯ উইকেটে ২৫০। টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয়ের পরও একটা ভদ্রস্থ স্কোর খাড়া করার ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব পূজারার। দিনের শেষে ভারতের স্কোর বোর্ডটা হয়ত আর একটু ভালো দেখাত, যদি পূজারা অপরাজিত থাকতেন। কিন্ত একটা চোখধাঁধানো ডিরেক্ট হিটে ইতি পড়ল তাঁর দুরন্ত ইনিংসে। ২৪৫ বলে ১২৩ রান করে আউট হলেন পূজারা। দিনের শেষে ৬ রান করে ক্রিজে রয়েছেন মহম্মদ সামি।আগামীকাল সকালে তাঁর সঙ্গে ব্যাট করতে নামবেন জসপ্রিত বুমরাহ।
মিড অনের দিকে বল পাঠিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখার জন্য রান নিতে দৌড়ন পূজারা। সেই মুহূর্তে ফিল্ডিংয়ে অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিলেন প্যাট কামিন্স। ডান দিকে ছুটে এসে বলতে ধরেই সাইড আর্ম থ্রো-তে স্ট্যাম্প লক্ষ্য ছোঁড়েন। ওই জায়গা থেকে একটা স্ট্যাম্পই দেখা যাচ্ছিল। ওই অবস্থায় শরীর শূন্যে ছুঁড়ে সাইড আর্ম থ্রো-তে স্ট্যাম্প ভেঙে দেন তিনি। আউট হয়ে যান পূজারা।