এবারের আইপিএল-এ হায়দরাবাদের হয়েই খেলার কথা ছিল ওয়ার্নারের। তিনিই দলের অধিনায়ক। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। লকডাউনের মেয়াদ যদি বাড়ে, তাহলে আইপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়বে। শুধু ভারতই নয়, আরও অনেক দেশেই লকডাউন চলছে। ফলে ভারতীয় ক্রিকেটারদের মতো ওয়ার্নারও বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন।
আইপিএল-এ ওয়ার্নারের রেকর্ড উজ্জ্বল। বল-বিকৃতির দায়ে তিনি নির্বাসিত থাকায় ২০১৮ সালের আইপিএল-এ খেলতে পারেননি। তবে গত মরসুমে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। কিন্তু আপাতত তাঁকে বাড়িতেই বসে থাকতে হচ্ছে।