ছয়টি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ৪৩ বলে ৮৮ রান করেন ডিভিলিয়ার্স। তাঁর এই বিধ্বংসী ইনিংসের দৌলতে তিন ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাঁর দল।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মিডলসেক্সের। ৩৯ রানের মধ্যেই দুটি উইকেট পড়ে যায় তাদের। চার নম্বরে ব্যাট করতে নেমে ডেওইড মালানের সঙ্গে ১০৫ রানের জুটিতে দলকে জয়ের লক্ষ্যের কাছে পৌঁছে দেন ডিভিলিয়ার্স। ৪৩ রান করে আউট হন মালান। কিন্তু ডিভিলিয়ার্স ১৮ বল বাকি থাকতেই সাত উইকেটে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে এসেক্স নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত ডাচ ক্রিকেটার রায়ান টেন ডোয়েসচেটের ৭৪ রানের ইনিংস ভর করে তারা স্কোরবোর্ডে ১৬৪ রান তুলতে সক্ষম হয়।