ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচন কমিটির চেয়ারম্যান রবার্ট হেইনস জানিয়েছেন, ‘নির্বাচকরা ক্রিকেটারদের দক্ষতা ও কম্বিনেশনের উপর জোর দিয়েছেন। ইংল্যান্ডে অতীতে যে উইকেটে খেলা হয়েছে, খেলোয়াড়দের ফিটনেস, তাদের ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার ইচ্ছার কথা মাথায় রেখে আমরা দল গড়েছি। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে আমরা ভারসাম্য বজায় রেখেছি।’
বিশ্বকাপে ক্যারিবিয়ানদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন জেসন হোল্ডার। তিনি এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলবেন।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল- জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্র্যাভো, এভিন লিউইস, ফ্যাবিয়ান অ্যালেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওশানে টমাস, শাই হোপ, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও শিমরন হেটমায়ার।