লর্ডস: লর্ডসে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ঝুলন গোস্বামীর বিদায় ম্যাচ ছিল তা। কিন্তু সেই সব কিছুর মাঝেও একটি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। যার কেন্দ্রে দীপ্তি শর্মা। 


ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ৪৪তম ওভারে বল করছিলেন দীপ্তি শর্মা। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। ক্রিজে ছিলেন শার্লট ডিন ও ফ্রেয়া ডেভিস। সেই ওভারের চতুর্থ বলের আগে নন স্ট্রাইকার এন্ডে শার্লটের বেল ফেলে দেন দীপ্তি। এর আগে অশ্বিন- বাটলার মানকাডিং বিতর্ক শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে। এবার মাঁকড়িং বিতর্কে আরও এক ভারতীয় ও ইংরেজ ক্রিকেটার।


 






আউটের অ্যাপিল করার পর মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন। থার্ড আম্পায়ার তখন আউটের সিদ্ধান্ত নেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তে একদমই খুশিচ ছিলেন না ২ ইংরেজ ব্যাটার। এমনকী ইংরেজ ড্রেসিংরুমেও এই নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। কিন্তু থার্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্তের পর মাঠ ছাড়তেই হয় শার্লট ডিনকে।


ম্যাচ শেষে এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ''আমি ভেবেছিলাম আপনি প্রথম ৯টি উইকেট নিয়ে জানতে চাইবেন, যেগুলি তুলে নেওয়া মোটেও সহজ ছিল না। এটা খেলার অঙ্গ। আমরা নতুন কিছু করিনি। আইসিসির নিয়মে রয়েছে। আপনি সবসময় সেই সুযোগটা নিতে চাইবেন। যেটা আমি মনে করি যে, এটা আপনার (বোলারের) সচেতনতার প্রমাণ দেয়। ব্যাটার কী করছেন, সে দিকে আপনার নজর রয়েছে। ক্যাপ্টেন হিসেবে আমি আমার ক্রিকেটারদের সমর্থন করব। আমি মনে করি না যে দীপ্তি এমন কিছু করেছে যেটা আইসিসির নিয়মে নেই। দিনের শেষে জয়টা জয়ই হয়। আপনার সেটাকে উপভোগ করা দরকার।''


মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (INDW vs ENGW 3rd ODI) বোলিং করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তা সত্ত্বেও ১৬ রানে জয় ছিনিয়ে নিল ভারত। দলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন রেণুকা সিংহ (Renuka Singh)। তাঁর বোলিং পরাক্রমে ভর করেই এই ম্যাচ জিতে ইংল্যান্ডকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইওয়াশ করল ভারত।