মুম্বই: মাঠে তাঁর পারফরম্যান্সের জন্য এক যুগ ধরে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জুড়ে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে, মাঠের বাইরে তাঁর সাম্প্রতিকতম সৌজন্যের পরিচয় দিয়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক বুঝিয়ে দিলেন কেন তিনি সকলের পছন্দের ক্রিকেটার।
বুধবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হওয়া তাঁর এক বয়স্ক মহিলা ভক্তের সঙ্গে দেখা করতে দেখা যায় ধোনিকে। ওই মহিলার হাতে পোস্টার ছিল, যাতে লেখা -- আমি এখানে এসেছি শুধু ধোনির জন্য।





মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ শেষে ধোনি ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে ওই প্রৌঢ়ার সঙ্গে দেখা করেন। ওই মহিলা এক যুবতীর সঙ্গে এসেছিলেন। দুজনের সঙ্গেই আলাপচারিতা করতে দেখা যায় ধোনিকে। শুধু তাই নয়, ওই দুজনের সঙ্গে সেলফিও তোলেন সিএসকে অধিনায়ক। তাঁদের হাতে নিজের স্বাক্ষরিত দলের একটি জার্সিও তুলে দেন ধোনি।



প্রসঙ্গত, চলতি আইপিএলে বৃহস্পতিবার প্রথম হারের সম্মুখীন হতে হল ধোনির চেন্নাইকে। ৩৭ রানে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বইয়ের কাছে পরাজিত হয় সিএসকে।