ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। নতুন প্যাভিলিয়ন স্ট্যান্ডের নামকরণ হয়েছে বিরাটের নামে। স্বভাবতই আপ্লুত বিরাট। তিনি ক্রিকেটার হিসেবে সফল হওয়ার জন্য পরিবার ও ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের অধিনায়ক বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার আগে পরিবারের লোকজনকে একটি গল্প বলছিলাম। ২০০১ সালে এই স্টেডিয়ামে একটি ম্যাচের টিকিট পাওয়ার কথা আমার মনে আছে। সেদিন আমি খেলোয়াড়দের কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলাম। সেই স্টেডিয়ামেই প্যাভিলিয়ন আমার নামে হওয়া স্বপ্নের মতো। এটা আমার কাছে বড় সম্মান।’ কোন গান শুনতে ভালবাসেন বিরাট? জানালেন শাস্ত্রী-ধবন
Web Desk, ABP Ananda | 14 Sep 2019 07:46 PM (IST)
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। নতুন প্যাভিলিয়ন স্ট্যান্ডের নামকরণ হয়েছে বিরাটের নামে।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পঞ্জাবি গান শুনতে ভালবাসেন। এমনই জানালেন কোচ রবি শাস্ত্রী ও তারকা ওপেনার শিখর ধবন। ফিরোজ শাহ কোটলার নাম বদলের অনুষ্ঠানে সঞ্চালক বিরাটের প্রিয় গানের বিষয়ে ধবনকে প্রশ্ন করেছিলেন। তখনই পঞ্জাবি গানের প্রতি বিরাটের ভালবাসার কথা জানান ধবন ও শাস্ত্রী। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে এই কথোপকথনের ভিডিও পোস্ট করা হয়েছে।