দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের টপ অর্ডার আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন মাহি। অনেকেই ভেবেছিলেন, হয়ত হার্দিককে ওই পজিশনে নামাবেন কোহলি। কিন্তু অধিনায়ক ধোনির ওপর আস্থা রাখেন। ধোনিকে বিগত বেশ কয়েকটি ম্যাচে সেভাবে পুরানো মেজাজে দেখা যায়নি। অনেক বিশেষজ্ঞ মনে করেন, ধোনির ব্যাটিং টপ গিয়ারে তোলার সেই ক্ষমতায় মরচে ধরেছে।কিন্তু গতকাল দলের প্রয়োজনের মুহুর্তে ফের জ্বলে উঠলেন মাহি। পঞ্চম উইকেটে মণীষ পান্ডের সঙ্গে জুটিতে ৯৮ রান যোগ করেন তিনি। শেষপর্যন্ত দলের স্কোর পৌঁছে যায় ৪ উইকেটে ১৮৮ তে।
দুজনেই প্রথমে পরিস্থিতি অনুযায়ী এক-দুই রান নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছিলেন। এরপর ডেথ ওভারগুলিতে মারমুখী মেজাজে খেলতে থাকেন দুই ব্যাটসম্যানই। মণীষ ৪৮ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে যান। মাত্র ২৮ বলে ৫২ রান করেন মাহি। মারেন ৩টি ছয় ও ৪টি চার। টি ২০ তে ধোনির এটি দ্বিতীয় অর্ধশতরানের ইনিংস। ভারতীয় দলের ১৪ তম ইনিংসে তাঁর স্টেপ আউট করে মারা ছক্কাটি ছিল সবচেয়ে দর্শনীয়।
দেখুন সেই ছক্কা-