এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন ধোনি। তিনি ৭৮ বলে ১১৩ রান করেন। ভারতীয় দল বাংলাদেশের সামনে ৩৬০ রানের টার্গেট দেয়। সেই রান তাড়া করতে গিয়ে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দেখুন, ফিল্ডারকে ঠিক জায়গায় দাঁড় করাও, বাংলাদেশের সাব্বির রহমানকে পরামর্শ দিলেন ধোনি
Web Desk, ABP Ananda | 29 May 2019 03:49 PM (IST)
এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেন ধোনি। তিনি ৭৮ বলে ১১৩ রান করেন।
কার্ডিফ: ক্রিকেট ম্যাচে ফিল্ডিং সাজান অধিনায়ক ও বোলার। বিপক্ষ দলের ব্যাটসম্যানরা শুধু সেদিকে নজর রাখেন। কিন্তু গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচে অভিনব ঘটনা দেখা গেল। ভারতীয় দল ব্যাটিং করার সময় ৪০-তম ওভারে বাংলাদেশের লেগস্পিনার সাব্বির রহমানকে থামিয়ে দিয়ে স্কোয়্যার লেগের ফিল্ডারকে ঠিক জায়গায় দাঁড় করাতে বলেন মহেন্দ্র সিংহ ধোনি। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজার সঙ্গে কথা না বলেই সংশ্লিষ্ট ফিল্ডারকে অবস্থান বদল করতে বলেন সাব্বির।