রাঁচি: বাইক ও গাড়ির প্রতি মহেন্দ্র সিংহ ধোনির আকর্ষণ কারুর অজানা নয়। নিজের শহর রাঁচিতে এলেই নিজস্ব গ্যারাজে অনেকটাই সময় কাটান তিনি। একা একাই লং ড্রাইভে বেরিয়ে পড়েন। এরই একটা ছোটখাটো সংস্করণ দেখা গেল বুধবার। তাঁর বিলাসবহুল হামার গাড়িতে কেদার যাদব ও ঋষভ পন্তকে চড়ালেন মাহি। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। নাগপুরের ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। এবার রাঁচিতে তৃতীয় ম্যাচে জিতে সিরিজ দুই ম্যাচ বাকি থাকতেই জিতে নেওয়া লক্ষ্য বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির। গতকাল ধোনি তাঁর ফার্মহাউসে নৈশভোজের জন্য দলের সহ খেলোয়াড়দের নিমন্ত্রণ করেন। ঘরের মাঠে ধোনির এটাই শেষ ম্যাচ বলে জল্পনা। তার আগে দলের সহ খেলোয়াড়দের নৈশভোজের নিমন্ত্রণ জানালেন। শহর থেকে ১০ কিমি দূরে রিং রোডে ওই ফার্মহাউসে নৈশভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যজুবেন্দ্র চাহল ও কোহলি। তৃতীয় একদিনের ম্যাচ খেলতে ভারতীয় দল রাঁচিতে পৌঁছনোর পর ধোনিকে তাঁর নিজের শহরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর থেকে ধোনির বেরিয়ে আসার একটি ভিডিও বিসিবিআই আপলোড করেছে।