চেন্নাই: চোট সারিয়ে মাঠে ফিরেই ফের স্বমহিমায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট হাতে ২২ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর উইকেটরক্ষক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। এক ওভারে দু’বার বিদ্যুৎগতিতে স্টাম্পিং করে দিল্লির ব্যাটিং লাইনআপকে জোরাল ধাক্কা দেন চেন্নাইয়ের অধিনায়ক। এই ধাক্কা আর সামলাতে পারেনি দিল্লি। মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যান পৃথ্বী শ, শ্রেয়স আয়াররা। ৮০ রানে ম্যাচ জিতে যায় চেন্নাই।



এই ম্যাচে দিল্লির ইনিংসের ১২-তম ওভারে রবীন্দ্র জাডেজার বলে জোড়া স্টাম্পিং করেন ধোনি। প্রথমে ক্রিস মরিস ও পরে শ্রেয়স স্টাম্প আউট হন। চোখের নিমেষে ধোনি যেভাবে স্টাম্পিং করেন, তা দেখে ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটাররাও মুগ্ধ।