গতকাল বাংলাদেশ ব্যাট করার সময় শাকিব আল হাসানের উইকেট নেওয়ার ক্ষেত্রে এবারের এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে সাহায্য করেন ধোনি। তিনিই ফিল্ডিং চেঞ্জ করার পরামর্শ দেন। এরপর ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ৩২-তম ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজার বলে ফ্রি-হিট পেয়ে ‘স্ল্যাপিং শট’ মারেন ধোনি। সেই শটে আর একটু হলেই আঘাত পাচ্ছিলেন আম্পায়ার। তিনি অল্পের জন্য আঘাত এড়ান। ওই ওভারে ১৩ রান হয়। শেষপর্যন্ত ৩৩ রান করে আউট হন ধোনি। ভারতীয় দল তখন জয় থেকে পাঁচ রান দূরে। প্রাক্তন অধিনায়ক ফিরে গেলেও, ভারতের জয় পেতে সমস্যা হয়নি। দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে ধোনির ‘স্ল্যাপিং শটে’ অল্পের জন্য আঘাত এড়ালেন আম্পায়ার
Web Desk, ABP Ananda | 22 Sep 2018 04:14 PM (IST)
দুবাই: ব্যর্থতায় যতই সমালোচকদের দাঁত-নখ বেড়িয়ে পড়ুক না কেন, মহেন্দ্র সিংহ ধোনি নিজের মেজাজেই আছেন। এশিয়া কাপে ফের তিনি ছন্দে। অধিনায়ক না হওয়া সত্ত্বেও তাঁকে বিখ্যাত মস্তিষ্কের ব্যবহার করে দলকে সাহায্য করতে দেখা যাচ্ছে। একইসঙ্গে তাঁর ব্যাটও কথা বলছে। পারফরম্যান্সের মাধ্যমেই সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন ধোনি।