রবিবার গভীর রাতে ওই যুবককে মারধর করার অভিযোগে গ্রেফতার হন স্টোকস। সারারাত থানায় থাকার পর সোমবার সকালে মুক্তি পান তিনি। এরপরেও অ্যাশেজের দলে আছেন এই ক্রিকেটার। এমনকী, ইংল্যান্ডের সহ-অধিনায়কও আছেন তিনি। তবে ইসিবি জানিয়েছে, অ্যাভন ও সমারসেট পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তার আগে স্টোকসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইংল্যান্ডের সহ-অধিনায়ক অবশ্য আঙুলে চোট পেয়েছেন। ফলে তিনি অ্যাশেজে খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। রাস্তায় যুবককে মারধরের ভিডিও প্রকাশ, ক্ষমা চাইলেন বেন স্টোকস
Web Desk, ABP Ananda | 28 Sep 2017 06:18 PM (IST)
লন্ডন: ব্রিস্টলের একটি নাইট ক্লাবের বাইরে ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকসের এক যুবককে মারধর করার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এল। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যম ওই ফুটেজ প্রকাশ করার পর সেটি পুলিশের হাতে তুলে দিয়েছে। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর আজ সকালে টেলিকনফারেন্স হয়। সেই টেলি কনফারেন্সে স্টোকসের ওই যুবককে মারধরের ভিডিও খতিয়ে দেখা হয়।