অ্যাডিলেড: হেনরি ওলোঙ্গাকে মনে আছে?

১৯৯৮ সালে শারজায় ভারত-জিম্বাবোয়ে ম্যাচে সচিন তেন্ডুলকরকে ফিরিয়ে উৎসব করেছিলেন প্রাক্তন পেসার। পরের ম্যাচে সেই ওলোঙ্গাকে নিয়ে ছেলেখেলা করেছিলেন বিধ্বংসী মাস্টার ব্লাস্টার। সচিনের মারমুখী মেজাজের সামনে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জিম্বাবোয়ের পেসার। বাইশ গজে সচিনের প্রতিশোধ নেওয়ার যে ঘটনা ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে।

ক্রিকেট থেকে অবসরের পর সেই ওলোঙ্গা এখন গায়ক। নিজে শো করে বেড়ান। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিখ্যাত রিয়্যালিটি শো 'ভয়েস অস্ট্রেলিয়া'র বিচারকমণ্ডলীর মন জিতে পৌঁছে গিয়েছেন দ্বিতীয় রাউন্ডে!

রিয়্যালিটি শোয়ের অডিশনে 'দিজ ইজ দ্য মোমেন্ট' গানটি গেয়েছিলেন ওলোঙ্গা। দর্শক থেকে শুরু করে বিচারক - প্রত্যেকেই রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো শোনেন সেই গান। অনেকেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শন পোলক, ড্যারেন লেম্যানের মতো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সেই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। দুজনই গায়ক ওলোঙ্গাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।



জিম্বাবোয়ের প্রশাসনের বিরোধিতা করায় এক সময় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন ওলোঙ্গা। যে কারণে তিনি দেশ ছেড়ে ১২ বছর ইংল্যান্ডে ছিলেন। এখন পরিবার নিয়ে তিনি থাকেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। তাঁর সঙ্গীতপ্রেম নিয়ে ওলোঙ্গা বলেছেন, 'সঙ্গীত আমার ভীষণ প্রিয়। স্কুলজীবন থেকেই গান গাই। আমার শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ ছিল সঙ্গীত।'

গায়ক ওলোঙ্গা যে নিজের সঙ্গীতপ্রেমকে আরও এগিয়ে যেতে চান, স্পষ্ট করে দিয়েছেন। ওলোঙ্গা বলেছেন, 'ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রচুর গান গাইছি। আরও গান গেয়ে যেতে চাই।'