পাকিস্তানের ইনিংসের ১৪ তম ওভারে কুলদীপের বলে স্লগ সুইপ মারতে গিয়ে পিচে পিছলে গিয়ে পড়ে যান। আম্পায়ার তাঁকে লেগ বিফোর আউট দেন। পা বাড়িয়ে সুইপ শট খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু সামনের পায়ের গোড়ালি পিছলে পড়ে যান ফকর।
রিপ্লেতে দেখা গিয়েছে যে, বল তাঁর গ্লাভস ছুঁয়েছিল। কিন্তু ফকর রিভিউ না নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। গ্লাভসে বল লেগেছে কিনা, তা একজন ব্যাটসম্যানের জানাটা খুবই স্বাভাবিক। নন-স্ট্রাইকার বাবর আজমও তাঁকে রিভিউ নেওয়ার পরামর্শ দেননি। এক্ষেত্রে ফকর রিভিউ না নেওয়ায় অনেকেই মনে করছেন, পড়ে যাওয়ার জন্য গ্লাভসে বল লেগেছে কিনা, তা বুঝতে পারেননি তিনি।
এভাবে সুইপ করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ায় সোশাল মিডিয়ায় ইউজাররা ফকরকে নিয়ে বেশ রঙ্গ রসিকতায় মেতেছেন।
দেখে নেওয়া যাক সোশাল মিডিয়ায় এ ধরনের কয়েকটি ট্যুইট-