নয়াদিল্লি: আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)-এর গত রবিবারের ম্যাচে টি ২০ ক্রিকেটের ইতিহাসে নয়া নজির যোগ করল। বালখ লেজেন্ডস বনাম কাবুল জওয়ানানের মধ্যে টুর্নামেন্টের ১৪ তম ম্যাচে রেকর্ড গড়লেন কাবুলের হজরতুল্লাহ জাজাই। ছয় বলে ছটি ছক্কা সহ ১৭ বলে ৬২ রান করলেন তিনি। যদিও রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ হাসি হাসল লেজেন্ডসই। তারা ২১ রানে ম্যাচ জিতল।

হাই স্কোরের এই ম্যাচে হজরতুল্লাহর দল হারলেও তাঁর ইনিংস নজির গড়েছে। ইনিংসের চতুর্থ ওভারে আবদুল্লা মঞ্জারির ওভারে ছয় বলে ছটি ছক্কা মারেন। ওই ওভারে একটি ওয়াইড সহ মোট ৩৭ রান হয়।



হজরতুল্লাহ মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করে টি ২০ তে সবচেয়ে দ্রুত হাফসেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন। এর আগে যুবরাজ সিংহ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং বিবিএলে ক্রিস গেইল ১২ বলে হাফসেঞ্চুরি করেন।

হজরতুল্লাহর ১৭ বলের ইনিংসে রয়েছে সাতটি ওভারবাউন্ডারি এবং চারটি বাউন্ডারি।

টসে জিতে ব্যাট করে লেজেন্ডস ক্রিস গেইল (৪৮ বল, ৮০ রান, ১০ ছক্কা) ও দারউইশ রাসুলি (২৭ বলে ৫০)-র ইনিংসে ভর করে ৬ উইকেটে ২৪৪ রানের বিশাল স্কোর তোলে। জবাবে কাবুল সাত উইকেটে ২২৩ রান করে।