তিরুঅনন্তপুরম: খারাপ ফর্মের জন্য যতই সমালোচিত হোন, টি-২০ দল থেকে বাদ পড়ুন, ক্রিকেটপ্রেমীদের কাছে মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা এখনও অটুট। তিরুঅনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম একদিনের ম্যাচের আগে তার প্রমাণ পাওয়া গেল। ধোনিকে স্বাগত জানানোর জন্য অভিনব উদ্যোগ নিলেন কেরলের ক্রিকেটপ্রেমীরা। অল কেরল ধোনি ফ্যানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়কের ৩৫ ফুট লম্বা কাটআউট তৈরি করা হয়েছে। এই কাটআউট তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির ভক্তরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। আগামীকাল পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচ। এই ম্যাচে না হারলেই সিরিজ দখল করবে ভারতীয় দল। তবে ম্যাচের ফলের চেয়েও কেরলের ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ধোনি।