ক্যানবেরা: সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে মনে করা হয় পাকিস্তানের বাবর আজমকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে তাঁর ব্যাটিং দক্ষতার পরিচয় দিলেন পাকিস্তানের অধিনায়ক। ৩৮ বলে ৫০  রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি। পাকিস্তানের ইনিংসের ১৬ তম ওভারে বাবরের ইনিংসে ছন্দপতন ঘটে ডেভিড ওয়ার্নারের দুরন্ত একটি থ্রো-তে। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন তিনি।



এভাবে আউট হয়ে মেজাজ হারালেন বাবর। অন্যপ্রান্তের ব্যাটসম্যান ইফতিকার আহমেদের ওপর রেগে গেলেন তিনি।




ক্যানবেরায় ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। ইফতিকারের অপরাজিত ৩৪ বলে ৬২ ও বাবরের ইনিংসে ভর করে পাকিস্তান ছয় উইকেটে করে ১৫০ রান।
কিন্তু অস্ট্রেলিয়া ওই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়। স্টিভ স্মিথ ৫১ বলে ৮০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন। সাত উইকেটে ম্যাচ হারে পাকিস্তান।