নয়াদিল্লি: লন্ডনে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন সদ্য। হার্দিক পাণ্ড্য হাঁটতে শুরু করেছেন। রিহ্যাবের পর দ্রুত মাঠে ফিরতে চান। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেছেন হার্দিক। যেখানে ধীরে ধীরে হাঁটতে দেখা গিয়েছে জাতীয় দলের অলরাউন্ডারকে। পিঠের চোটে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর সেটা আরও বেড়ে যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়। সেই মতো অস্ত্রোপচারও হয়েছে তাঁর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। সেখানে দেখা যায়, তিনি আস্তে আস্তে হাঁটতে শুরু করেছেন। হার্দিক লেখেন, ‘বেবি স্টেপস। তবে আমার সুস্থ হয়ে ওঠার অভিযান শুরু হল। আপনাদের শুভেচ্ছা আর সমর্থনের জন্য ধন্যবাদ। এটা আমার কাছে বিরাট ব্যাপার।’ মাঠে ফিরতে ৩ থেকে ৪ মাস লাগতে পারে হার্দিকের। বাংলাদেশের বিরুদ্ধে ৩ নভেম্বর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন না। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সম্পূর্ণ সুস্থ হার্দিককে পেতে চাইবেন বিরাট কোহলিও।