এই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১০ নম্বর ওভারে ধোনির ‘সুপার ব্রেন’-এর পরিচয় পাওয়া যায়। তখন ব্যাট করছিলেন শাকিব আল হাসান। তিনি দীর্ঘদিন পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাডেজার বলে পরপর দু’টি বাউন্ডারি মারেন। এরপরেই এবারের এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে ফিল্ডিং পরিবর্তন করার পরামর্শ দেন ধোনি। তাঁর পরামর্শ মেনে শিখর ধবনকে শর্ট লেগে দাঁড় করিয়ে দেন রোহিত। এতেই সাফল্য আসে। পরের বলেই ধবনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শাকিব। এই উইকেট হারানোর আগে পর্যন্ত লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু শাকিব ফিরে যাওয়ার পরেই ম্যাচে জাঁকিয়ে বসে ভারতীয় দল। জাডেজা আরও তিনটি উইকেট নেন। ১৭৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৮৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। দেখুন, শাকিব আল হাসানের উইকেট নিতে সাহায্য করল ধোনির ‘সুপার ব্রেন’
Web Desk, ABP Ananda | 22 Sep 2018 04:43 PM (IST)
দুবাই: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনি খাতায়-কলমে অধিনায়ক না থাকলেও, প্রয়োজনীয় মুহূর্তে মস্তিষ্কের ব্যবহার করে দলকে সাহায্য করছেন। উইকেটকিপার ও ব্যাটসম্যান হিসেবেও তাঁর দক্ষতা দেখা যাচ্ছে। গতকাল এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচেও ধোনির দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে।