সিডনি: ২২ গজে ভারত-পাক ডুয়েল মানেই আলাদা একটা উত্তেজনা। গোটা বিশ্বের কাছে এই ম্যাচের মাহাত্ম্যই আলাদা। শুধু ২ দেশের ক্রিকেট প্রেমী নয়। বিশ্বব্য়াপী অন্যান্য যে কোনও খেলার টিআরপিকে রীতিমতো টেক্কা দেয় ইন্দাে-পাক দ্বৈরথ। আর তা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ হয়, তা তো কোনও কথাই নেই। তবে এবার এই লড়াই নিয়ে বিশেষ বার্তা দিলেন ক্রিকেটের বাইরে এক বিশেষ তারকা। তিনি আর কেউ নন, জনপ্রিয় ডব্লিউ ডব্লিউই তারকা ও হলিউডের অভিনেতা 'দ্য রক'। সম্প্রতি স্টার স্পোর্টসের একটি ভিডিতে ভারত-পাক মহারণ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। 


কী বলছেন দ্য রক?






রক ভিডিওতে বলছেন, ''যখন বিশ্বের অন্যতম সেরা খেলার মাঠের যুদ্ধ চলে, তখন গোটা বিশ্ব দাঁড়িয়ে থাকে। এটা শুধু ক্রিকেট ম্যাচ নয়। তার থেকেও বড় কিছু। এটা ভারত-পাকিস্তান ম্যাচের সময়।''


আশাবাদী নন কপিল দেব


লখনউয়ে এক অনুষ্ঠানে এসে কপিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান নিয়ে বলেন, ''এই ফর্ম্যাটে যে কোনও দল জিততে পারে। আজ যে দল জিতছে, কাল সেই দলই হেরে যাচ্ছে। ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা কতটা তা নিয়ে কিছু বলাটা সত্যিই কঠিন। সেমিতে পৌঁছনো নিয়ে অনেক বলছে। আমি তা নিয়েও চিন্তিত যে আদৌ ভারত সেরা চারের মধ্যে থাকতে পারবে কি না। আমার মতে ভারতের সেমিফাইনালে পৌঁছনোর আশা মাত্র ৩০ শতাংশ। তবে যদি সেমিতে তারা পৌঁছয়, তারপর কিছু একটা মন্তব্য করা যাবে।'' দলের পারফরম্যান্স নিয়ে শঙ্কা প্রকাশ করলেও ব্যাটিং অর্ডার নিয়ে বেশ আশাবাদী কপিল। তিনি বলেন, ''সূর্যকুমার যাদবের মত ব্য়াটার দলে রয়েছে। এছাড়াও রোহিত ,বিরাট, রাহুল রয়েছে। অবশ্যই ভারতের ব্যাটিং লাইন আপ ভীষণ শক্তিশালী।''