নয়াদিল্লি: বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর থেকেই ফিটনেসের উপর বিশেষ জোর দিচ্ছেন। ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। তবে এখানেই থেমে থাকতে নারাজ বিরাটরা। ফিটনেস বাড়ানোর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে নতুন ‘চেজ ড্রিল’ করতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।



ভারতীয় দল সূত্রে খবর, বিরাটদের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং ট্রেনার নিক ওয়েবের মস্তিষ্কপ্রসূত এই ‘চেজ ড্রিল’। দৌড়ের সময় ক্রিকেটারদের শুধু গতি বাড়ানোর উপরেই নজর দিতে হচ্ছে না, এটাও মাথায় রাখতে হচ্ছে যে তাঁদের পিছনে অন্য কেউ চলে আসছেন। ফলে ধাক্কা এড়ানোর জন্য ক্রিকেটারদের গতি বাড়াতেই হচ্ছে। এতে তাঁদের ফিটনেসের উন্নতি হবে বলেই আশা করছেন ওয়েব।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। দ্বিতীয় টি-২০ ম্যাচ রবিবার। তৃতীয় তথা শেষ ম্যাচ বুধবার।