লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য কাউন্টি ক্রিকেট খেলার কথা ছিল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। কিন্তু চোটের জন্য সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। যদিও, ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেট খেলছেন। তাঁদের মধ্যে অন্যতম পেসার ইশান্ত শর্মা। ভারতের টেস্ট দলের কয়েকজন খেলোয়াড় লন্ডন ওয়ানডে কাপ খেলছেন।
এই টুর্নামেন্টে সাদা বলে ইশান্তকে ছন্দে ফিরতে দেখা গিয়েছে। গ্ল্যামারগনের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ইশান্ত।যদিও বল হাতে নিজের দল সাসেক্সকে জয় এনে দিতে পারেননি তিনি। সাসেক্স এই ম্যাচে ছয় উইকেটে হেরে গিয়েছে।
বল হাতে সাসেক্সের হয়ে সবচেয়ে প্রভাবশালী বোলার ছিলেন ইশান্তই। দুটি উইকেট পেয়েছেন। সেগুলির মধ্যে প্রথম উইকেট যে বলে তুলে নিলেন ইশান্ত, তা এক কথায় অন্যবদ্য।। বিপক্ষের তরুণ ব্যাটসম্যান নিকোলাস সেলম্যান বলটির কোনও হদিশই পাননি। মিডল স্ট্যাপে পড়া বল অফ স্ট্যাম্প ছিটকে দেয়।



দ্বিতীয় স্পেলে এসে উইকেটে টিকে যাওয়া ব্রাউনকে আউট করেন তিনি। গ্ল্যমারগনের জয়ের জন্য তখনও ১৭২ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল সাত উইকেট। ওই অবস্থায় তারা পর পর দুটি পার্টনারশিপে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ইশান্ত এবার দেশে ফিরে এসে ভারতীয় দলে যোগ দেবেন। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১৪ জুন আফগানিস্তানের অভিষেক টেস্ট শুরু হচ্ছে।