গত জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম হাতিয়ার বুমরাহ।
ভারতীয় দলের জার্সি পরে বুমরাহর অনুশীলনের ছবি ট্যুইট করে বিসিসিআই লিখেছে... দেখুন তিনি এখানে।
জানা গেছে, রিহ্যাবের পর চোট কতটা সেরেছে, তা যাচাই করে দেখতে বুমরাহকে বিশাখাপত্তনমে ডেকে পাঠানো হয়। তাঁর চোট স্বাভাবিকভাবেই সেরে উঠছিল। কিন্তু এরপরও তিনি পরামর্শ নেওয়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। কারণ, বুমরাহর পিঠের সমস্যা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি বোর্ড।
অন্যদিকে, পৃথ্বী ভারত এ দলে ডাক পেয়েছেন। ভারতীয় দলের টেস্ট সিরিজ শুরুর আগে এই দল নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেলবে। ৮ মাসের নির্বাসন থেকে ফিরে এসে সৈয়দ মুস্তাক আলি ট্রফির চারটি ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটসম্যান।
জানুয়ারিতে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে। ওই সিরিজে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও পাঁচটি টি ২০ খেলবে ভারত। ওই সিরিজে ১০০ শতাংশ ফিট বুমরাহকে চাইছে টিম ম্যানেজমেন্ট।
জানা গেছে, বুমরাহকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফেরানো হতে পারে। যদিও টিম ম্যানেজমেন্টের জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তাঁকে খেলানো নিয়ে কোনও তাড়াহুড়ো নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ মুম্বইতে ১৪ জানুয়ারি।