অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলার জেমস ফলকার তখন বোলিং আক্রমণে ছিলেন। তাঁর একটা ফুলার ডেলিভারি লং অনের ওপরে তুলে মারেন ম্যাক্স। সবাই ভেবেছিল বল নির্ঘাত বাউন্ডারির বাইরে চলে যাবে। তিন্তু জোফরা একেবারে বাউন্ডারির ধারে ডান হাত দিয়ে বলটি ধরেন। কিন্তু ভারসাম্য হারিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ার আগে বল মাঠের ভেতরে ছুঁড়ে দেন তিনি। সঙ্গে সঙ্গেই ভারসাম্য অটুট রেখে মাঠের ভেতরে এসে ক্যাচটি ধরেন তিনি।
এরপর ক্রিস লিন ও ম্যাচ রেনশ-র উইকেটও তিনি দখল করেন।
ব্রিসবেন ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে। হ্যারিকেন্স ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বাউন্ডারির ধারে দুরন্ত ক্যাচ ধরলেও সেটিকে তাঁর সেরা ক্যাচ মানতে চাননি জোফরা। গত মরশুমে ব্রিসবেন হিটের বেন কাটিংকে যে ক্যাচে ফিরিয়েছিলেন, তাঁর কাছে এখনও পর্যন্ত সেরা সেটাই।