দেখুন: পাখির মতো উড়ে গিয়ে একহাতে দুরন্ত ক্যাচ উইলিয়ামসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2018 12:59 PM (IST)
অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের। ট্রেন বোল্ট ও টিম সাউদির বিধ্বংসী বোলিংয়ে দিন-রাতের গোলাপি বলের টেস্টে মাত্র ২১ ওভারেই গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। মাত্র ৫৮ রানে অল আউট সফরকারী দল। কেরিয়ারের সেরা বোলিং করে ৩২ রানে ৬উইকেট পেয়েছেন বোল্ট। ২৫ রানে ৪ উইকেট সাউদির। দুই পেসারের এই দাপটের দিনে ফিল্ডিংয়ে উজ্জ্বল ভূমিকা নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এক হাতে 'সুপারম্যান ক্যাচ' ধরলেন তিনি। টিম সাউদির বলে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ কার্যত উড়ে গিয়ে ধরলেন তিনি। ব্রড কোনও রান না করেই আউট হন। ইংল্যান্ডের ইনিংসের ১৬ তম ওভারে সাউদির বলে ব্রড স্লাইস করার চেষ্টা করেন। বল ব্যাটের কানা ছুঁয়ে গালির দিকে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন উইলিমায়সন। তিনি ঝাঁপিয়ে একহাতে ক্যাচ তালুবন্দী করেন। দেখুন সেই ক্যাচ