কেরিয়ারের সেরা বোলিং করে ৩২ রানে ৬উইকেট পেয়েছেন বোল্ট। ২৫ রানে ৪ উইকেট সাউদির। দুই পেসারের এই দাপটের দিনে ফিল্ডিংয়ে উজ্জ্বল ভূমিকা নিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এক হাতে 'সুপারম্যান ক্যাচ' ধরলেন তিনি। টিম সাউদির বলে স্টুয়ার্ট ব্রডের ক্যাচ কার্যত উড়ে গিয়ে ধরলেন তিনি। ব্রড কোনও রান না করেই আউট হন।
ইংল্যান্ডের ইনিংসের ১৬ তম ওভারে সাউদির বলে ব্রড স্লাইস করার চেষ্টা করেন। বল ব্যাটের কানা ছুঁয়ে গালির দিকে চলে যায়। সেখানে ফিল্ডিং করছিলেন উইলিমায়সন। তিনি ঝাঁপিয়ে একহাতে ক্যাচ তালুবন্দী করেন।
দেখুন সেই ক্যাচ