সোচি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার জন্য রাশিয়ার সোচিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর সাড়ে তিনটে থেকে সোচি শহরে এই বৈঠক শুরু হওয়ার কথা। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা ভেস্তে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে দ্বিপাক্ষিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে।

রাশিয়ায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, ‘রাশিয়ার বন্ধুসুলভ নাগরিকদের শুভেচ্ছা জানাই। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছি। তাঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, সবসময় ভাল লেগেছে। এই বৈঠকের মাধ্যমে দু’দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা করি।’

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, মোদী-পুতিনের এই বৈঠক আনুষ্ঠানিকতা ছাড়াই হচ্ছে। চার থেকে পাঁচ ঘণ্টা ধরে হতে পারে আলোচনা। ভারত ও রাশিয়ার অর্থনীতির উপর ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু ভেস্তে যাওয়ার প্রভাব, সিরিয়া ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসবাদ ও ব্রিকস সম্মেলনের বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।