রোয়ান্ডায় আইসিসি ওয়ার্ল্ড টি ২০ ২০২০ কোয়ালিফায়ারে যোগ দিয়েছে। রবিবার আয়োজক দেশের বিরুদ্ধে ম্যাচে ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দল ৬ উইকেটে ২৭০ রান করে। কিগালির গাহাঙ্গা স্টেডিয়ামে কেনিয়া বিশাল ২৭০ রান তোলার পথে ২০ টি ছক্কা ও ২২ টি বাউন্ডারি মারে। প্রথম চার ব্যাটসম্যানই ৫০-এর বেশি রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে রোয়ান্ডা মাত্র ১৪৭ রান তুলতে সক্ষম হয়। ম্যাচটি তারা ১২৩ রানে হারে।
কেনিয়া এই বিশাল স্কোর করে ২০১৩-য় আরসিবি-র ৫ উইকেটে ২৬৩, অস্ট্রেলিয়ার ২০১৬-তে ৩ উইকেটে ২৬৩ রানকে টপকে গেল। একইসঙ্গে ২০০৭-এ ওয়ার্ল্ড টি ২০ তে শ্রীলঙ্কা তাদের বিরুদ্ধে যে রান করেছিল, তাও টপকে গেল কেনিয়া।
জানা গেছে, গত এপ্রিলে আইসিসি ঘোষণা করে যে, সদস্য দেশগুলির মধ্যে খেলাগুলি টি২০ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গন্য হবে। কিন্তু আইসিসি-র নিয়মের এই বদল পুরুষদের ক্রিকেটে ২০১৯-র ১ জানুয়ারির আগে প্রজোয্য হবে না। কাজেই কেনিয়ার এই কৃতিত্ব রেকর্ড বুকের অন্তর্ভূক্ত এখনও হয়নি।