লখনউ: আস্থা অর্জন করেছেন অধিনায়ক রোহিত শর্মার। তাই গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে তরুণ পেসার খলিল আহমেদের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর ২০ বছরের খলিল বলেছেন, দায়িত্বটা তিনি বেশ উপভোগ করেন। চাপের কারণে নিজের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে দেন না।
গতকাল খলিল নতুন বলে শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনে দলের কাজটা সহজ করে দেন। রোহিত বলেছেন, খলিল নিজেই নতুন বলে ভূবনেশ্বর কুমারের সঙ্গে বোলিং করতে চেয়েছিলেন।
রাজস্থানের টঙ্কের বোলার ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও শিমরন হেটমেয়েরকে ফিরিয়ে দেন। এর ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারী দল।
ম্যাচের পর খলিল বলেছেন, যেহেতু নতুন বলে বোলিং করেছি, সেজন্য আমার ওপর প্রচুর দায়িত্ব ছিল। ছোট থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছি।এখন সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন চাপ রয়েছে মনে করলে নিজের ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারব না।আমার একটাই লক্ষ্য, ভারতের হয়ে ভালো খেলা এবং একইসঙ্গে খেলাটা উপভোগ করাও প্রয়োজন। আমার দক্ষতা সম্পর্কে আমি আত্মবিশ্বাসী। খেলাটা উপভোগ করতে পারলে ভালো খেলার খিদেটা আরও বাড়বে।
এশিয়া কাপেই নজর কেড়েছিলেন খলিল। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ওই সিরিজে চার ম্যাচ খেলে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন খলিল।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন এই তরুণ পেসার। আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে একই ড্রেসিংরুমে থাকার সুযোগকে তাঁর এই সাফল্যের অন্যতম কারণ বলেছেন খলিল। তিনি বলেছেন, আইপিএলে খেলার সুবাদে প্রচুর অভিজ্ঞতা হয়েছে।