লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টে ভারতীয় দলের লজ্জাজনক হারের পর সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন অধিনায়ক বিরাট কোহলি। কোচ রবি শাস্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাব দিতে গিয়ে তর্ক জুড়ে দেন বিরাট। সপ্তাহখানেক আগে শাস্ত্রী দাবি করেন, বর্তমান দলই গত ১৫-২০ বছরে তাঁর দেখা সেরা ভারতীয় দল। এ বিষয়ে প্রশ্নের জবাবে বিরাট বলেন, ‘কেন নয়? আমাদের বিশ্বাস করতে হবে, আমরাই সেরা।’ এই জবাবের পর ওই সাংবাদিক ফের প্রশ্ন করেন, ‘গত ১৫ বছরে সেরা দল?’ ক্ষুব্ধ বিরাট পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়?’ তখন ওই সাংবাদিক বলেন, ‘আমি নিশ্চিত নই।’ শেষে বিরাট বলেন, ‘এটা আপনার মতামত। ধন্যবাদ।’
ভারতের অধিনায়ক আরও বলেন, ‘আমি শুধু এটাই বলতে পারি, কোনও ভারতীয় দল দীর্ঘদিন শ্রীলঙ্কায় জিততে পারেনি। কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডে জিতেছি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচ জিতেছি।’
এবারের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে ভারতীয় দল ৪-১ হারলেও, বিরাট দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। দু’টি শতরান সহ তিনি ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করেছেন। তবে দলের হার নিয়ে অধিনায়কও প্রশ্নের মুখে পড়েছেন।