দেখুন, অ্যান্ডারসনকে মোক্ষম জবাব বিরাটের
Web Desk, ABP Ananda | 15 Dec 2016 07:54 PM (IST)
মুম্বই: ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টে ২৩৫ রানের অসাধারণ ইনিংসের পরেও বিরাট কোহলির টেকনিক নিয়ে কটাক্ষ করেছিলেন জেমস অ্যান্ডারসন। সাংবাদিক সম্মেলনে তাঁর অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বচসায় জড়ান রবিচন্দ্রন অশ্বিন। বিরাটই এগিয়ে গিয়ে সেই ঝামেলা থামান। পরে বীরেন্দ্র সহবাগ এ বিষয়ে প্রশ্ন করলে অ্যান্ডারসনকে মোক্ষম জবাব দেন বিরাট। ঠান্ডা মাথায় তিনি ইংরেজ পেসারের দম্ভ চূর্ণ করেন। ওয়াংখেড়েতেই অ্যান্ডারসনকে মাঠের ঝামেলা ভুলে সামনে তাকানোর পরামর্শ দিয়েছিলেন বিরাট। তাঁর টেকনিক নিয়ে প্রশ্ন তোলায় অ্যান্ডারসনের তীব্র সমালোচনা করেন কপিল দেব, ইনজামাম উল হকরা। শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। সেই টেস্টে অবশ্য খেলতে পারবেন না অ্যান্ডারসন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। ফলে চেন্নাইয়ে বিরাট-অ্যান্ডারসন দ্বৈরথ দেখা যাবে না। দেখুন, অ্যান্ডারসন প্রসঙ্গে সহবাগকে কী বলেছিলেন বিরাট