চেন্নাই: ২০১৪ সালের ইংল্যান্ড সফরে সাফল্য পাননি। সম্প্রতি ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন টেকনিক নিয়ে খোঁচা দিয়েছেন। স্বভাবতই ২০১৮ সালের ইংল্যান্ড সফর ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জে সফল হওয়ার জন্য কাউন্টি ক্রিকেট খেলে নিজেকে তৈরি করতে চাইছেন ভারত অধিনায়ক।


চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের আগের দিন বিরাট বলেছেন, ‘২০১৮ সালের ইংল্যান্ড সফরের আগে যদি এক-দেড় মাস কাউন্টি খেলার সুযোগ পাই, তাহলে খুব ভাল হবে। সেই সময় উইকেট, পরিবেশ কেমন থাকে সেটা আমি বুঝতে পারব। যে কোনও দলের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি কাউন্টি খেলে নিজেকে তৈরি করতে চাইছি।’

বিশ্বের সব দেশে রান করলেও, একমাত্র ইংল্যান্ডেই রান পাননি বিরাট। পাঁচটি টেস্টে তাঁর গড় মাত্র ১৩.৪০। সর্বোচ্চ রান ৩৯। তবে দু বছর আগের সেই ইংল্যান্ড সফরের পর নিজেকে বদলে ফেলেছেন বিরাট। তিনি এখন অসাধারণ ফর্মে আছেন। এবার ইংল্যান্ডেও রান করে সমালোচকদের ভুল প্রমাণ করার জন্য তৈরি হচ্ছেন বিরাট।