পোর্ট অফ স্পেন: গতকাল রবিবার চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ফিল্ডিংয়ের সময়ও নিজের দক্ষতা মেলে ধরলেন তিনি।
ব্যাট হাতে একদিনের কেরিয়ারের ৪২ তম শতরান করেছেন কোহলি। এরপর ফিল্ডিংয়ের সময় কুলদীপ যাদবের বলে ইভিন লুইসের তোলা ক্যাচ এক হাতে ধরলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৪ তম ওভারে লিউস কুলদীপের বলে সজোরে একটা শট খেলেন। মনে হচ্ছিল বল কভারে কোহলি নাগাল এড়িয়ে চলে যাবে। কিন্তু কোহলি শূন্যে ঝাঁপিয়ে একহাতে ক্যাচ ধরলেন তিনি। এভাবে লিউসের দুরন্ত ৬৫ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।

এর আগে প্রথমে ব্যাট করে কোহলি ১২৫ বলে ১২০ রানের ইনিংস খেলেন। কেরিয়ারে ৪২ তম শতরানের ইনিংসের মাধ্যমে একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন কোহলি। সেইসঙ্গে একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহের ক্ষেত্রে পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদকে টপকে গিয়েছেন ভারতের অধিনায়ক। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রাক্তন পাক ক্রিকেটারের রান ১,৯০৩। কোহলির রান ২,০০০।