২০১৪ সাল থেকে আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলছেন কুলদীপ। আজই প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন তিনি। প্রথম সুযোগেই নিজেকে প্রমাণ করলেন এই তরুণ ক্রিকেটার। প্রথম উইকেট পাওয়ার পর তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ডেভিড ওয়ার্নারকে আউট করার পর কেঁদে ফেলেন কুলদীপ। এই ম্যাচে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানে সহ দলের সবাই ছুটে এসে কুলদীপকে অভিনন্দন জানান। ভিডিওতে দেখুন, প্রথম টেস্ট উইকেট পাওয়ার পর আবেগে কেঁদে ফেললেন কুলদীপ
Web Desk, ABP Ananda | 25 Mar 2017 06:10 PM (IST)
ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে ভারতীয় দল দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। একে তো চোটের জন্য অধিনায়ক বিরাট কোহলি খেলছেন না। তার উপর মহম্মদ শামি, ইশান্ত শর্মার মতো অভিজ্ঞ পেসারদের বসিয়ে রেখে ধর্মশালার পেস সহায়ক উইকেটে কুলদীপ যাদবের মতো আনকোরা চায়নাম্যান স্পিনারকে দলে নেওয়া হয়েছে। দিনের শেষে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিলেন কুলদীপ। তাঁর ৪ উইকেটের সুবাদে প্রথম দিন অস্ট্রেলিয়াকে ৩০০ রানে অলআউট করে দিল ভারত।