কলম্বো: সদ্যসমাপ্ত বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স একেবারেই ভালো নয়। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ একদিনের সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
এই সিরিজে শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার চোখে পড়ার মতো পারফর্ম করেছেন। এরইমধ্যে রবিবার তৃতীয় ম্যাচে জয়ের পর  কুশল মেন্ডিস একটি ‘স্টান্ট’ করতে গিয়ে বিপত্তি বাঁধালেন। অল্পের জন্য বড়সড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
বুধবারের ম্যাচেও অলরাউন্ডার অ্যাঞ্জেলে ম্যাথিউজ তাঁর চলতি ফর্ম অব্যাহত রেখেছেন। ৮৭ রানের ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ ও প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন তিনি। সিরিজের এক স্পনসরের পক্ষ থেকে তাঁকে একটি মোটরসাইকেল উপহার হিসেবে দেওয়া হয়। কুশল মেন্ডিস ওই বাইক চালিয়ে মাঠেই চক্কর কাটার সিদ্ধান্ত নেন। কিন্তু একটা বাঁক নিতে গিয়ে ঘটে বিপত্তি। টায়ার পিছলে গিয়ে বাইক থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান মাঠে উপস্থিত নিরাপত্তা কর্মীরা। তবে  তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।



প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভার আট উইকেটে ২৯৪ রান তোলে। ম্যাথিউজ ছাড়াও রান পান কুশল মেন্ডিসও (৫৪)। এছাড়াও অধিনায়ক দিমুথ করুণারত্নে (৪৬) এবং কুশল পেরেরা (৪২)-ও ব্যাট হাতে অবদান রাখেন। কিন্তু বাংলাদেশ রান তাড়া করতে নেমে সফল হতে পারেনি। ১২২ রানে হেরে যায় তারা।