শারজা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে লাহৌর কলন্দর্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। শেষ ওভারে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দু’দলের রান সমান হয়ে যায়। ফলে পিএসএল-এর ইতিহাসে প্রথমবার ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে বাজিমাত করল ইসলামাবাদ।


এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। ইয়াসির শাহ ২০ রান দিয়ে ৩ উইকেট এবং সোহেল খান ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সমিত পটেলের অসাধারণ বোলিংয়ের সুবাদে উমর আকমল (৪) ও ফকর জামানের (০) উইকেট হারায় লাহৌর। এরপর ইনিংসের হাল ধরেন ব্র্যান্ডন ম্যাকালাম ও আগা সলমন। তাঁদের জুটিতে ৭৩ রান যোগ হয়। ১১.২ ওভারে দলের ৭৭ রানের মাথায় আউট হন সলমন। তখনও ম্যাকালাম ক্রিজে থাকায় জয়ের আশায় ছিল লাহৌর। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে যায়।



শেষ ওভারে জয়ের জন্য লাহৌরের দরকার ছিল মাত্র ৭ রান। হাতে ছিল ২ উইকেট। সামির প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে রান আউট হন ম্যাকালাম। তৃতীয় বলে ছক্কা মারেন সলমন ইরশাদ। কিন্তু পরের বলেই তিনি স্ক্যোয়ার লেগে ক্যাচ আউট হন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।



এই উত্তেজক ম্যাচে উত্থান-পতনের পালা তখনও বাকি ছিল। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১৫ রান করে লাহৌর। ইসলামাবাদের হয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল ও আসিফ আলি। বল করতে আসেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে এক রান নেন রাসেল। দ্বিতীয় বলে ছক্কা মারার চেষ্টা করেন আসিফ। বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করেন ম্যাকালাম। বলটি বাউন্ডারির বাইরে চলে যায়। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে এক রান হয়। পঞ্চম বলটি ওয়াইড হয়। এরপরের দু’টি বলে চার ও ছক্কা মেরে ইসলামাবাদকে জেতান রাসেল।