চেন্নাই মাঠে ইস্পাত কঠিন মানসিকতার জন্য পরিচিত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর এই গুণের জন্য তাঁকে অনেক সময়ই ক্যাপ্টেন কুল বলে ডাকেন অনুরাগীরা। আবেগে ভেসে যান না তিনি। কিন্তু সেই ধোনিই আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের প্রত্যাবর্তন নিয়ে বলতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন। অতীত ভুলে সামনে এগিয়ে চলার কথা বলতে গিয়ে থামলেন ধোনি। বোধহয়, চোখের জলে ধরে গিয়েছিল তাঁর কন্ঠস্বর।
উল্লেখ্য, আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই স্পট-ফিক্সিং বিতর্কে দু বছরের জন্য নির্বাসিত হয়েছিল। আগামী একাদশ আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাই সুপার কিংসের। হলুদ জার্সির অধিনায়ক সেই ধোনিই।
আবেগে গলা বুজে আসার পর তাঁর সহ খেলোয়াড় সুরেশ রায়না জলের বোতল ধোনির হাতে ধরিয়ে দেন।




ট্যুইটারে পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিওতে ধোনির ওই আবেগপূর্ণ মুহূর্তের ছবি ধরা পড়েছে। ধোনি বলেছেন, সবকিছু হাসিমুখে নিয়ে এগিয়ে চলাটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এরপর কী, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ফিরে এসেছি, আমরা ফিরে এসেছি।
উল্লেখ্য, চেন্নাই তাদের অধিনায়ক ধোনি সহ সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজাকে রিটেন করেছে।
২০১০ ও ২০১১-তে আইপিএলে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির নেতৃত্বে। ২০১০-র চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই।
২০০৮-এ আইপিএলের শুরুতে ধোনিই ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক।