নয়াদিল্লি: আইপিএলের আগামী মরশুমে রাজস্থান রয়্যালসে ফিরে আসবেন নির্বাসিত অজি ক্রিকেটার স্টিভ স্মিথ। রাজস্থান রয়্যালসের হেড অফ ক্রিকেট জুবিন বারুচা এ কথা বলেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃতির ঘটনায় আইপিএলে স্মিথ, ডেভিড ওয়ার্নারের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। বল বিকৃতির ঘটনায় স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন স্মিথ। ওয়ার্নারও সহ অধিনায়কের পদ হারিয়েছেন এবং একই মেয়াদের নির্বাসনের সাজা পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সাজা ঘোষণা করেছে।
স্মিথের ওপর নিষেধাজ্ঞার কারণে রাজস্থান রয়্যালসকে নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে বেছে নিতে হয়। এখন ব্যাটসম্যান হিসেবে স্মিথের পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে, তা নিয়ে চিন্তাভাবনা করছে রাজস্থান রয়্যালস। এক্ষেত্রে সবার আগে রয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন।
একটি সাক্ষাত্কারে জুবিন বারুচা বলেছেন, আগামী বছর স্মিথ দলে ফিরবেন। আমরা একই ধরনের দুজন প্লেয়ার দলে রাখতে চাই না। আমরা আগামী তিন বছরের জন্য দল গঠনের লক্ষ্য রেখে এগিয়েছি।স্মিথ ফিরে এলেও ক্লাসেন আমাদের দলের পক্ষে খুবই উপযোগী হবেন।