গতকাল আরসিবি-র বিরুদ্ধে এই ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে ২৮ রান করেন ধোনি। ১৪ তম ওভারের শেষ বলে তিনি এই বিশাল ছক্কা হাঁকান। দর্শকরা তো বটেই, এমনকী আরসিবি-র ক্রিকেটাররাও এই শট দেখে মুগ্ধ হয়ে যান। ভিডিওতে দেখুন, এবারের আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা মারলেন ধোনি
Web Desk, ABP Ananda | 17 Apr 2017 02:27 PM (IST)
বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত বড় রান পাননি মহেন্দ্র সিংহ ধোনি। খারাপ ফর্মের জন্য তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এরই মধ্যে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে চলতি মরসুমে সবচেয়ে বড় ছক্কা মেরে দিলেন ধোনি। যুজবেন্দ্র চাহালের বল তিনি পাঠিয়ে দিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে।