অনুপ্রেরণাদায়ক ভিডিওটির নাম কিপ গোয়িং। এতে তাঁদের শরীরচর্চায় উৎসাহিত করা হয়েছে, যাঁরা এ ব্যাপারে বিশেষ ওয়াকিবহাল নন। এইআরএক্স কোম্পানির কিপ গোয়িং ক্যাম্পেনের অংশ এই ভিডিও। এতে হৃতিকের পারফরম্যান্স নজর কাড়ার মত।
সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনন্দন জানিয়েছে তাঁকে।
দেখা যাক সহকর্মীদের প্রশংসার জবাবে হৃতিকের প্রতিক্রিয়া।